জাতীয়
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশকপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন শুরু
আজ বুধবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে ঢাকার হোটেল সুন্দরবন মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশকপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
সংবাদ
সম্মেলনে উপস্থিত আছেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, মানবাধিকার কর্মী নুমান আহম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল. জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখবেন জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।