অন্যান্য

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান

এস. জে চাকমা, রাঙ্গামাটি: ১০ ফেব্রয়ারী ২০১৭,শুক্রবার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ব্যবস্থাপনায় এক বনভোজন ও পুনর্মিলনীর আয়োজন করা হয়। রাঙ্গামাটি সদর উপজেলায় বালুখালিস্থ টুকটুক ইকো ভিলেজে এই বনভোজনের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, সদস্য মণ্ডলী, কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার পরিজন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য,কলেজের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এই বনভোজনে অংশগ্রহণ করেন। পার্বত্য চট্টগ্রাম গিরিসুর শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদের কর্মকর্তা কর্মচারীরাও গান পরিবেশন করেন। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন পার্বত্য চট্টগ্রামের কিংবদন্তি কন্ঠ শিল্পী রণজিৎ দেওয়ান,বান্দরবান থেকে জলি মং মারমা, রাঙ্গামাটির এ্যাড. জুয়েল দেওয়ানসহ আরো অনেকে। কল ব্রিজ খেলা,রশি দৌড়, ছোটদের মোড়গ লড়াই, চকলেট দৌড়, মেয়েদের বেলুন দৌড়, বালিশ দৌড়,র‌্যাফেল ড্র ইত্যাদি নানা আকর্ষণীয় ইভেন্ট-এর মাধ্যমে বনভোজনের দিনটিকে অতিবাহিত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা বলেন, পিকনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই অঞ্চলের স্থায়ী অধিবাসীরা নিজেদের অধিকার পেতে চায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি মোটেও সুখকর নয়। তিনি পিকনিক আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় যারা ছিলেন তাদেরকে এবং সকল অংশগ্রহণকারীদের আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। পিকনিকে প্রায় আট শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।

Back to top button