অন্যান্য

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রার্থী আদিবাসী শিক্ষার্থীদের জন্য পরামর্শমূলক সভা

১৫ই আগস্ট,২০১৬ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাবি শাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রার্থী আদিবাসী শিক্ষার্থীদের জন্য সহায়ক বিভিন্ন বিষয়ে একটি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পারষ্পরিক মতবিনিময় ও পরামর্শমূলক এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ছাত্রনেতা মংটিন এ মারমা। পিসিপি ঢাবি সাধারণ সম্পাদক অমরশান্তি চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগত শতাধিক ভর্তিপ্রার্থী শিক্ষার্থীর উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন পিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুলভ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সিনিয়রতম সদস্য সুকুমার গৌরব চাকমা, ধ্রুব ত্রিপুরা, নিউটন চাকমা এবং প্রকট চাকমা। সমবেত ছাত্রীদের পক্ষে কথা বলেন, ঢাবির ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী রুনি চাকমা। আলোচকদের আলোচনার ফাঁকে ফাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি প্রস্তুতির জন্য সহায়ক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ঢাবির বর্তমান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন ঢাবি শিক্ষার্থী রুপেশ চাকমা। খ-ইউনিটের উপর পরামর্শ দেন নিশিমং মারমা, গ- ইউনিটের উপর পরামর্শ দেন উথান মারমা, ঘ-ইউনিটের উপর পরামর্শ দেন উথাইচিং চাকমা, চারুকলার ভর্তিপ্রার্থীদের চারুকলা ভর্তি পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন পিসিপি ঢাবি সাংগঠনিক সম্পাদক অরুনকান্তি তঞ্চঙ্গ্যা। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির উপর কথা বলেন জাবির মেধাবী শিক্ষার্থী ও পিসিপি ঢাকা মহানগরের সদস্য রেঙইয়ং ম্রো, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রসতুতির উপর সংক্ষিপ্ত নির্দেশনা রাখেন ঢাবি শিক্ষার্থী ধুধুক দেওয়ান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ী চাকমা ভর্তি প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতাধিক নবীন ভর্তিপ্রার্থী আদিবাসী শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজন যেন হয়ে উঠেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য উচ্চ মাধ্যমিকের পাঠ শেষ করা আদিবাসী শিক্ষার্থীদের একটি মিলনমেলা। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করা শিক্ষার্থীদের সিংহভাগ এই আয়োজনে সামিল হয়েছিলেন। উপস্থিত ভর্তিপ্রার্থী শিক্ষার্থীদের নিকট আলোচকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ, ভর্তি পরীক্ষা পদ্ধতি, সংরক্ষিত কোটা সিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় প্রয়োজনীয় যোগাযোগ ও আবাসন ইত্যাদি বিষয় তুলে ধরেন। সীমিত পরিসরে হলেও যতটুকু সম্ভব ভর্তিপ্রার্থীদের জন্য সহায়ক বিভিন্ন দরকারি তথ্য এবং অণুপ্রেরণামূলক বার্তা পৌঁছে দেওয়ার এই ভাবনাগুলো কেবল ঢাকা নয়, আগামীতে একযোগে চট্টগ্রাম,রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানেও করার প্রচেষ্টা থাকবে বলে পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

Back to top button