পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য আলাদা আলাদা তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’।
শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৫২তম সভায় এই তারিখ নির্ধারণ হয় বলে শেকৃবির জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে তারিখ নির্ধারণ করা হয়েছে এর বাইরে অন্য তারিখগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ জানাবে।
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি সকালে হয় ওই দিন বিকালে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিকালে হলে একই দিন সকালে জগন্নাথের পরীক্ষা নেওয়া হবে।”
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদের সভাপতিত্বে সভায় ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ:
প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ১৪ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২১ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৭ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ অক্টোবর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও: ২৬ নভেম্বর
কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ১ ডিসেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৪ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ৮ নভেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ১৭ নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২ ডিসেম্বর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৫ থেকে ৮ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৮ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯ ও ১০ নভেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৭ অক্টোবর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৩ ও ৪ নভেম্বর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০১৮ সালের মার্চের চতুর্থ সপ্তাহ
অন্যান্য বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ৮ থেকে ১৮ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২২ থেকে ২৬ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২২ থেকে ৩০ অক্টোবর
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়: ২৫ থকে ২৯ নভেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৪ ও ২৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১৭ ও ১৮ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ১৯ থকে ২৩ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়: ২৪ ও ২৫ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ২৬ থেকে ৩০ নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়: ১১ নভম্বের
জাতীয় বিশ্ববিদ্যালয: ২৪ অগাস্ট থেকে আবদেন শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়: ৮ ডিসেম্বর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: ৫ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।