আন্তর্জাতিক

পদত্যাগ করলেন মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ৩৭ বছর শাসনের পরে পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট জ্যাকব মুডেনডা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী তিনি স্পিকারের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক চিঠিতে ৯৩ বছর বয়সী নেতা বলেছেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ঘোষণা এমন সময় আসলো যখন পার্লামেন্টে তার অভিশংসনের বিষয়ে আলোচনা চলছে। গত সপ্তাহে সামরিক বাহিনী ক্ষমতা দখল ও পরবর্তীতে তার পদত্যাগের দাবিতে গনবিক্ষোভের মধ্যেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। জিম্বাবুয়ের স্বাধীনতার নেতা মুগাবে ১৯৮০ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিবিসি।

Back to top button