পত্নীতলায় নবম জাতীয় মুন্ডা সম্মেলন শুরু
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2019/12/wwww-1.jpg)
নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুরে শুক্রবার বিকেলে মুন্ডা আদিবাসী ছাত্রছাত্রীদের নিয়ে তিন দিনব্যাপী জাতীয় মুন্ডা সম্মেলন শুরু হয়েছে। সারা দেশের উত্তরাঞ্চলের সব জেলা থেকে ছয় শতাধিক মুন্ডা ছাত্রছাত্রী সম্মেলনে অংশগ্রহন করেন।
তারা তাদের ঐতিহ্য পরস্পরা ধরে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ।
শুক্রবার বিকাল ৪টায় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলার দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, লিটন সরকার, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবীন্দ্রনাথ সরেন, সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা প্রমূখ। শুক্রবার সম্মেলনের প্রথম দিন মুন্ডা ভাষা, শিক্ষা, নেতৃত্ব ও তৃণমূল সংগঠন, সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা, ভূমি আইন ও আইন সচেতনতা, নির্যাতনমুক্ত পরিবার ও আদিবাসীদের অধিকার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন অতিথিরা।