অন্যান্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন যাবত চলমান আঞ্চলিক সহিংসতা বন্ধের দাবী ও বিশ্ববিদ্যালয়ের ৫ম সেমিস্টারের এগ্রিকালচার অনুষদের আদিবাসী শিক্ষার্থী ‘উদয় জীবন ত্রিপুরা’র ওপর অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে গত ২৩ মে বিকালে ক্যাম্পাস প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থী পরিবার।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন কবি হাসিবুল আলম ও বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের সদস্যবৃন্দ

উল্লেখ্য, গত ২২ মে সন্ধ্যায় ক্যাম্পাসের ফার্স্ট গেটে টিউশনি থেকে ফেরার পথে সাধারণ আদিবাসী শিক্ষার্থী ‘উদয় জীবন ত্রিপুরা’ (এজি ৫ম সেমিঃ) অজ্ঞাতনামা দুর্বৃত্ত দ্বারা হামলার শিকার হন। এছাড়াও পটুয়াখালী ও বরিশাল থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী বাসগুলোয় কয়েকদিন যাবত সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে।

মানববন্ধন শেষে, অবিলম্বে উক্ত চলমান সহিংসতা বন্ধ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষকে একটি অভিযোগলিপি প্রেরণ কর।

তথ্যসূত্রঃ ডেইলী সিএইচটি

Back to top button