আঞ্চলিক সংবাদ

নেত্রকোণায় সন্ত্রাসীদের হামলার কবলে আদিবাসী নেতা স্বপন হাজং

নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুরে ১ জুন শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আদিবাসী নেতা শরদিন্দু হাজং স্বপন। জানা যায়, হিন্দুদের শ্বশান ও লোকনাথ মন্দিরের রাস্তা মেরামতকালে দূর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক এবং দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বপন হাজং সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে বারোটায় দুর্গাপুরের আত্রাখালি নদীর পাড়ে লোকনাথ মন্দিরের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দিরের প্রবেশ দ্বার ও শ্বশানের রাস্তাটি সংস্কারের জন্য স্বপন হাজংসহ মন্দির কমিটির কয়েকজন সেখানে গিয়েছিলেন । এ সময় তিনি কামালপাশা ও তার লোকজনদের ধারালো অস্ত্র দ্বারা হামলার শিকার হন। অভিযুক্ত হামলাকারী কামালপাশা দুর্গাপুরের একজন সাবেক পৌর মেয়র । তার ওপর হিন্দুদের মন্দিরের ভূমি ও রাস্তা দখলকারী হিসেবে অভিযোগ রয়েছে।
আদিবাসী নেতা স্বপন হাজং মাথায় গুরুতর আঘাত পেয়ে এখন দুর্গাপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার পরপরই জনসাধারণ দুর্গাপুর শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে। এ ঘটনায় দুর্গাপুরের হিন্দু ও আদিবাসী সম্প্রদায় এবং সাধারণ জনসাধারণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইতোমধ্যে, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনসহ আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য যে, শরদিন্দু হাজং স্বপন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের একজন প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাবেক সহ-সভাপতি, আওয়ামী কৃষকলীগ দুর্গাপুর উপজেলার সাধারণ সম্পাদক, হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক-সহ দুর্গাপুরের হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

Back to top button