জাতীয়

নির্বাচন কমিশনের গেজেটঃ ২৪ টি সংসদীয় আসনের পরিবর্তন

দশম সংসদের ২৪টি সংসদীয় আসনের পরিবর্তন এনে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছন।

তিনি বলেন, কমিশন সভায় ২৪ সংসদীয় আসনের পরিবর্তন করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। গত ১৪ মার্চ খসড়া গেজেট ৪০ টি আসনের পরিবর্তন আনা হলেও শুনানির পর ২৪ টি চূড়ান্ত করা হয়।

আসনগুলো হলো-নীলফামারী-৩, ৪ রংপুর-১, ৩ কুড়িগ্রাম-৩, ৪, সিরাজগঞ্জ-১, ২ খুলনা-৩, ৪ জামালপুর-৪, ৫, নারায়ণগঞ্জ-৪, ৫ সিলেট-২, ৩ মৌলভীবাজার-২, ৪ ব্রাক্ষণবাড়িয়া-৫, ৬ কুমিল্লা-৯, ১০ নোয়াখালী-৪ ও ৫।

সাংবাদিক সম্মলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত শুনানির পর ১৭ টি আসন অপরিবর্তিত রাখা হয়েছে।

Back to top button