অন্যান্য

নারী নেত্রী রাখী দাস পুরকায়স্থের স্মরণে গোটা দেশে প্রদীপ প্রজ্জ্বলন ও নীরবতা পালন

মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারী নেত্রী রাখী দাস পুরকায়স্থের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ ও সম্মিলিত সামাজিক আন্দোলন-এর উদ্যোগে পুরো দেশে আজ সন্ধ্যে ৭ টায় একযোগে প্রদীপ প্রজ্জ্বালন ও ১ মিনিট নীরবতা পালিত হয়। অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানানো হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দেশের সকল প্রগতিশীল আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য যে, রাখী দাস পুরকায়স্থ ছিলেন বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের বলিষ্ঠ কন্ঠস্বর, নারী আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক । তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। কযেকদিন ধরে কোমায় থাকার পর গত ৬ এপ্রিল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির এ্যাপোলো হাসপাতালে সন্ধ্যা ৬:২৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Back to top button