আঞ্চলিক সংবাদ

নারীর প্রতি সহিংসতা বাড়ছে তিন পার্বত্য জেলায়

তিন পার্বত্য জেলায় নারীর প্রতি সহিংসতা বাড়ছে। গত বছরে বান্দরবানে ৪৬, খাগড়াছড়িতে ৪৭ এবং রাঙামাটিতে ৪০ শতাংশ নারী নির্যাতনের শিকার হয়েছেন।

রোববার সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। পার্বত্য জেলায় লিঙ্গভিক্তিক সহিংসতা প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধির লক্ষ‌্যে এ সভার আয়োজন করা হয়।

বিএনকেএসের নির্বাহী পরিচালক হ্লা সিং নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য সিং ইয়ং ম্রো, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কমিয়ে সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীদের অধিকার সংরক্ষণে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

Back to top button