নাটোরে ৩০টি আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

দেশে চলমান পরিস্থিতিতে শ্রম বিক্রি করতে পারছেন না আদিবাসীরা। অনেকদিন ধরে চলছে আদিবাসী খেটে খাওয়া মানুষদের দূর্ভোগ। এই পরিস্থিতিতে অভাবী খেটে খাওয়া মানুষের পাশে সামর্থমত দাড়ানোর চেষ্টা করছে আদিবাসী সংগঠনগুলো।
এরই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রামে ৩০টি আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের আর্থিক সহযোগিতায় শনিবার বিকাল ৪টায় গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া ও খামার পাথুরিয়া গ্রামের আদিবাসীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা।
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫কেজি চাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন, লবণ, ডাল, ও ১টি সাবান বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সাবেক সভাপতি ও আদিবাসী নেতা রমানাথ মাহাতো, সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক কালিদাস রায়, স্থানীয় ইউপি সদস্য মাহাবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কায়েজ উদ্দিন, মতিলাল সিং, জয় সিং সহ অন্যান্যরা। এসময় আদিবাসীদের মধ্যে করোনাকালীন অপ্রতুল খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জানান আদিবাসী নেতারা।