আঞ্চলিক সংবাদ

নাটোরে আদিবাসী উচ্ছেদ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে এক প্রভাবশালী খাসজমি দখল নিতে পুলিশের সহায়তায় ১৩টি আদিবাসী পরিবারকে উচ্ছেদ এবং হ্যান্ডকাপ পড়িয়ে বেশ কয়েকজন আদিবাসীকে পুলিশ নির্যাতন চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী নারী-পুরুষ।
বুধবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে নির্যাতিত নারী পুরুষ সহ বিভিন্ন এলাকার আদিবাসীরা এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি দিভুতিভূষন মাহাতো, সাধারণ সম্পাদক নরেন পাড়ান, আদিবাসী নেতা নরেশ ওরাও, রমানাথ মাহাতো, প্রদীপ লাকড়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এসময় আদিবাসী নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পুর্নবাসনের দাবী জানান।
উল্লেখ্য, গতকাল নলডাঙ্গা উপজেলার মাধনগর কলেজ সংলগ্ন সরকারী জমিতে দীর্ঘ প্রায় বসবাসরত ১৫ পরিবারকে আদালতের নির্দেশে উচ্ছেদ করে পুলিশ । এসময় বসতভিটা গুড়িয়ে দেয়া হয়।

Back to top button