আঞ্চলিক সংবাদ
নাচোলে এক আদিবাসী স্কুলছাত্রীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আদিবাসী স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃত স্কুলছাত্রীর নাম কল্পনা হেমরম (১৩)। সে পশ্চিম লক্ষণপুর গ্রামের বাবুল হেমরমের মেয়ে। নাচোল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী কল্পনা গত সোমবার রাতে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মা-বাবার ওপর অভিমান করে কল্পনা এমনটি ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা। নাচোল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।