আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলাঃ নিহত ১২

নাইজেরিয়ার মাইদুগুরি শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে হামলাটি চালানো হয় বলে বোর্নো রাজ্যের রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দুই আত্মঘাতী বোমারু হামলাটি করে। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোকো হারামের হামলার কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা লোকজন মুনা গ্যারেজ এলাকার শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। এলাকাটি বোকো হারামের অন্যতম লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। গোষ্ঠীটির জঙ্গিরা এখানে প্রায়ই প্রাণঘাতী হামলা চালায়।
তথ্যসূত্রঃরয়টার্স

Back to top button