অন্যান্য

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে একজন নিহত

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে হেডম্যান পাড়ার কাছে এ ঘটনা ঘটে বলে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ওয়ারা রবিন জানান।
নিহত রাসিং অং (৫৫) মারমা ওই এলাকার মৃত রারুই মারমার ছেলে।

খাইরুল বলেন, “ভোরে বাড়ি থেকে ফলস ক্ষেতে যাওয়ার পথে একপাল বন্য হাতির আক্রণ তার মৃত্যু হয়।”

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাই মারমা জানান, হেডম্যান পাড়া এলাকায় প্রায়ই গভীর রাতে বন্য হাতির পাল এসে ফসলের ক্ষেত নষ্ট করে। এ কারণে স্থানীয়রা ভয়ে সতর্ক হয়ে চলাফেরা করত। রাসিং ভোরে বের হওয়ার হাতির আক্রমনের শিকার হন।

Back to top button