আঞ্চলিক সংবাদ

নওগাঁ জেলার পত্নীতলায় আদিবাসী দিবস উপলক্ষ্যে যুব পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম,রাজশাহী : আদিবাসী যুব পরিষদ পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে গতকাল ৮আগষ্ট বেলা ২ ‌পত্নীতলা উপজেলার যুব পরিষদের অফিসে উপজেলা শাখার আহবায়ক পরেশ টুডুর সভাপতিত্বে ও পত্নীতলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজিত পাহানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে আদিবাসী বীর শহীদ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ পাহান, গন মাধ্যমকর্মী দিলিপ চৌহান, ব্রতী প্রতিনিধি বাবর আলী, ডাসকো প্রতিনিধি জাহিদ আলী, শিক্ষক পত্নীতলা উচ্চ বিদ্যালয় শিরিশ টপ্য,পোরশা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক আইচন পাহান, মান্দা জাতীয় আদিবাসী পরিষদের আইন বিষয়ক সম্পাদক হেমন্ত পাহান,ব্রতী প্রতিনিধি অনিতা রানী গুহ, এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান , কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান, কেন্দ্রীয় সদস্য অনিল গজার , নওগাঁ জেলা শাখার সদস্য মিঠুন, পত্নীতলা শাখার সদস্য শাকিল পাহান প্রমুখ ।

সভায় বক্তারা বলেন দেশের আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবাদিক স্বীকৃতি,আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন সহ করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং আদিবাসী উপর অত্যাচার ,নির্যাতন, উচ্ছেদ,ভূমি দখল বন্ধ করতে হবে ।

Back to top button