আঞ্চলিক সংবাদ

নওগাঁয় বন্যার্তদের মাঝে আদিবাসী ছাত্র পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়। নওগাঁ জেলার পত্নীতলা ও ধামুরহাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০ টি আদিবাসী পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আমাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা সাধারণ সম্পাদক ভারত চন্দ্র পাহান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু, নওগাঁ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোশ পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি সুধীর পাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমূখ।

Back to top button