নওগাঁতে রবিদাস ফোরামের কর্মীসভা অনুষ্ঠিত
আজ বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নওগাঁ জেলা শাখার আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় নওগাঁ জজকোর্ট সংলগ্ন কোমাইগাড়ী এলাকায় অনুষ্ঠিত কর্মীসভায় রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় প্রাণের ১১দফা নিয়ে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরএফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। তিনি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, “সম্প্রতি মধ্যম আয়ের দেশ হওয়ার গৌরবের অংশীদার হতে চায় এদেশের ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠী। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে অনগ্রসর রবিদাস জনগোষ্ঠী ও আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জনগোষ্ঠীর উন্নয়নে সরকারী ও বেসরকারী উদ্যোগ জরুরী। রবিদাস জনগোষ্ঠীকে পেছনে ফেলে কখনও বাংলাদেশ এগুতে পারবেনা।” বিআরএফ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক বিরেন রবিদাসের সঞ্চালনায় ও জেলা শাখার সভাপতি শ্যামলাল রবিদাসের সভাপতিত্বে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, নওগাঁ জেলার সমন্বয়কারী শংকর রঞ্জন সাহা, বিশেষ বক্তার বক্তব্য রাখেন নকুল রবিদাস, ইউপি সদস্য, নিয়ামতপুর, আমন্ত্রিত অতিথি বিআরএফ জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা হিরালাল রবিদাস, সাংগঠনিক সম্পাদক সুজন রবিদাস, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি কালিদাস রবিদাস, সহ সভাপতি নারায়ন রবিদাস। বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) নওগাঁ জেলা শাখার সভানেত্রী সুচিত্রা রানী রবিদাস, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ),নওগাঁ জেলা শাখার সম্মাণিত উপদেষ্টা সুকুমার রবিদাস, সহ-সভাপতি গোপাল রবিদাস, মোহন রবিদাস, সহ সাধারণ সম্পাদক ডাঃ রঘুনাথ রবিদাস (সুমন), সাংগঠনিক সম্পাদক সন্তোষ রবিদাস, আইন ও বিচার বিচার বিষয়ক সম্পাদক জগদীশ রবিদাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পারুল রানী রবিদাস, আত্রাই উপজেলা শাখার সভাপতি বাবলু রবিদাস, পতœীতলা উপজেলা শাখার সভাপতি রামপদ রবিদাস, সহ সভাপতি নিমাই রবিদাস, সাধারণ সম্পাদক সুমন কুমার রবিদাস, সাংগঠনিক সম্পাদক লক্ষন রবিদাস, বদলগাছী উপজেলা শাখার সহ সভাপতিহরিপদ রবিদাস, সাংগঠনিক সম্পাদক কমল রবিদাস কাঞ্চন,মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বাবুলাল রবিদাস, সহ সভাপতি শম্ভু রবিদাস, সাধারণ সম্পাদক বিমান রবিদাস, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্রনাথ রবিদাস রাঞ্জু, সহ সাধারণ সম্পাদক অশোকবাবলু রবিদাস, সাংগঠনিক সম্পাদক শ্যামল রবিদাস, রবিদাস নেতা শান্ত রবিদাস, ফুলচাঁন রবিদাস প্রমুখ।