দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী: রুহিন হোসেন প্রিন্স
আইপিনিউজ ডেক্স(ঢাকা): পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দূর্নীতি, ফ্যাসিবাদী দু:শাসন রুখে দাঁড়ানোর আহ্বানে বগুড়ায় সাতমাথা মোড়ে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা আয়োজিত জনসভায়, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরো বলেছেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান আমলের ২২পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী। রাষ্ট্রীয় মাফিয়া ও রাস্তার মাফিয়ারা আজ দেশে চালাচ্ছে। শাসকগোষ্ঠী তাদের রক্ষায় দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের স্বার্থ শাসক গোষ্ঠীর কাছে উপেক্ষিত। তাইতো ২০/২৫ হাজার টাকার জন্য দেশকে বাঁচিয়ে রাখা কৃষককে জেলে যেতে হয়, আর লক্ষ কোটি টাকা পাচারকারীরা ভিআইপি মর্যাদায় চলাফেরা করে।”
তিনি পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার ও এর সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান। তিনি দূর্নীতি দু:শাসন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে আরো বলেন, “মুক্তিযুদ্ধের অর্জন আজ লুন্ঠিত হয়ে গেছে।এসব লুন্ঠনকারী ও যে চলমান নীতিতে এরা লুটপাট করছে তার অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় দেশ পরিচালনা করতে হবে। বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, নতুন করে আবার প্রহসনের নির্বাচন করতে চাইছে। দেশে এটা প্রমান হয়ে গেছে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী নির্বাচন আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে। দূর্নীতি, ফ্যাসিবাদী দু:শাসন রুখে দাঁড়াতে হবে।”
গতকাল (২৮ নভেম্বর) বিকেলে বাম জোট বগুড়া জেলা শাখার সমন্বয়ক ও বাসদ বগুড়ার আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের কেন্দ্রীয় নেতা শফিউর রহমান শফি, বাসদ(মার্ক্সবাদী) নেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়ার সদস্য সচিব দিলরুবা নুরী প্রমূখ। সমাবেশ সঞ্চালন করেন সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু।
রুহিন হোসেন প্রিন্স দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও মাদকের বিস্তারে উদ্যোগ প্রকাশ করে বলেন, “সরকার প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করলে এর থেকে উত্তরণ ঘটানো যেত। অথচ এদের প্রশ্রয়ে কিশোর যুবদের ধ্বংস করা হচ্ছে।”
তিনি কৃষি উৎপাদন অব্যাহত রাখতে প্রকৃত কৃষককে প্রণোদনা দেওয়া, ক্ষেতমজুরদের সারাবছর কাজের নিশ্চয়তার দাবি করেন। এছাড়া শ্রমিকদের কাজের নিশ্চয়তা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিও জানান।