অন্যান্য
দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৮ কোটি ছাড়িয়ে গেছে
বর্তমানে দেশে ৮ কোটি ১ লাখ ৬৬ হাজার ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করছেন। এছাড়াও দেশে সচল সিমের সংখ্যা ১৪ কোটি ৩১ লাখ ৬ হাজার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ওয়েবসাইটে নভেম্বর মাস পর্যন্ত মোবাইলফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য পর্যালোচনা করে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।
মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৭ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এছাড়া ৫৩ লাখ ৪২ হাজার গ্রাহক আইএসপি ও পিএসটিএন-এর ইন্টারনেট সেবা নিচ্ছেন আর ৮৮ হাজার হচ্ছেন ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারী।