দুটো কিডনী ড্যামেজ, বাঁচতে চায় সোহাগ দাজেল
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন পশ্চিম গোবড়াকুড়া গ্রামের গারো যুবক সোহাগ ডাজেলের (২৯) কিডনী ড্যামেজ হয়েছে।
ফেব্রুয়ারী ২০২২ খ্রি: মেডিক্যাল পরিক্ষায় এ রোগ ধরা পড়ে এবং এখনো চিকিৎসাধীন রয়েছে।
এযাবৎ ঢাকা-ময়মনসিংহের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা করে প্রায় ৫ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।
বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সিলভানুষ ঘাগ্রা (৫৯) পুত্রের ব্যায়বহুল চিকিৎসার ভার নিয়ে একেবারে নিঃস্ব এবং কিংকর্তব্যবিমুখ হয়ে পড়েছেন। এদিকে সপ্তাহে অন্তত দুবার ডায়ালাইসিস করতে হয়, ডায়ালাইসিস প্রতি আনুমানিক ৮-১০ হাজার টাকা খরচ হয়।
সোহাগ ও স্ত্রী মৌটুসী (২৫) মানখিনের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে, নাম আয়ান মানখিন (০২)। ২ বছর ২ মাস বয়সী আয়ানের কাছে বাবাকে ফেরাতে সোহাগের পরিবার দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
এদিকে সোহাগের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন অল গারোজ ফ্যামিলি (এজিএফ)।
এজিএফ সাধারণ সম্পাদক মারকুস সাংমা আইপি নিউজকে বলেন, “ব্যয়বহুল চিকিৎসায় সোহাগ ডাজেলের পাশে দাঁড়াতে এজিএফকে সহায়তা করুন। আপনার মহামূল্যবান সাহায্য পারে শিশু আয়ানের কাছে তার বাবাকে ফিরিয়ে দিতে।
যোগাযোগ ও সাহায্যের ঠিকানা :
এজিএফ – 01821674006 (বিকাশ, নগদ)
রোগীর বাবা –
01914138273 (বিকাশ)