খেলাধুলা

দুটি ডাবল সেঞ্চুরিতে মুশফিকের ইতিহাস

সেই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ডাবল সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর গত বছর ওয়েলিংটনে করেন ১৫৯ রান। এর মাঝে তার হয়ে সেভাবে ব্যাট আর কথা বলেনি। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। সিকান্দার রাজার ওভারে সিঙ্গেল নিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন সাবেক অধিনায়ক।

উইকেটকিপার হিসেবে টেস্ট ক্রিকেটেও ইতিহাস গড়ে ফেললেন এর মধ্য দিয়ে। প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুশফিক। একই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবেও দুটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম।

প্রথম সেশনে ধীর-স্থির থাকলেও দ্বিতীয় সেশনে দ্রুত রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের এই সেশনে প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়েছে বাংলাদেশ। ৭ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৫০১ রান। তার সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।


soure: banglatribune.com

Back to top button