আঞ্চলিক সংবাদ

দুই মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধিঃ গত ২২শে জানুয়ারি রাঙ্গামাটির বিলাইছড়ি থানার ফারুয়া ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক মধ্যরাতে তল্লাশির নামে এক মারমা কিশোরী ধর্ষণ ও আর একজনকে যৌন নিপীড়নে দোষীদের শাস্তির দাবিতে এবং গত ১৫ই ফেব্রুয়ারি ভিক্টিমদের সেবা শুশ্রূষা করতে যাওয়া চাকমা রানী ইয়েন ইয়েন কে হেনস্থা করার প্রতিবাদে ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক হত ২৭ শে ফেব্রুয়ারি এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন- জাবি সাংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি দুুপুর ১২:৩০ টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে নতুন কলা ভবন হয়ে ট্রান্সপোর্ট চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, বিএমএসসি ও ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীকে জাতিগতভাবে সংখ্যালঘুতে পরিণত করার ষড়যন্ত্রে শাসকগোষ্ঠী সবসময় সক্রিয়। তারই অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে অঘোষিতভাবে সেনাশাসন জারি রেখেছে। বক্তারা কুমিল্লা সেনানিবাসে ঘটে যাওয়া তনুর হত্যাকান্ডের প্রসংগ টেনে সরকার বিভিন্ন ধর্ষণ ও যৌন হয়রানিমূলক ঘটনায় জড়িত আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর বিচারে উদাসীনতা দেখাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন।
বিলাছড়ির ধর্ষণ ঘটনার সাথে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার এবং পার্বত্য চুক্তির দ্রুত পূর্ণ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Back to top button