জাতীয়

‘দাম বৃদ্ধির পাগলা ঘোড়া’ সাধারণ মানুষের জীবন তছনছ করে তুলেছেঃ সিপিবি

সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি । সংগঠনটি বলেছে, সরকার ‘দাম বৃদ্ধির পাগলা ঘোড়া’ ছেড়ে সাধারণ মানুষের জীবনকে তছনছ করে তুলেছে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২ ফেব্রুয়ারি ২০২৩, এক বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাসের দাম বৃদ্ধি, ১৯ দিনের মধ্যে ২ বার বিদ্যুৎ এর দাম বৃদ্ধি, আজ সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি, ঔষুধ, ডিটারজেন্ট, নিত্যপণ্যসহ ব্যবহার্য জিনিসের মূল্যবৃদ্ধিতে অতিষ্ট সাধারণ মানুষের জীবনকে তছনছ করে ফেলছে।

বিবৃতিতে বলা হয়, সমাজের কিছু সুবিধাভোগী মানুষের জীবনে এই মূল্যবৃদ্ধির আচড় লাগে না। অথচ এই মূল্যবৃদ্ধি প্রকৃত আয় কমে যাওয়া অধিকাংশ মানুষের জীবনে অতিষ্টতা বেড়েই চলেছে। সরকার সাধারণ মানুষের পকেট কাটতে কাটতে এখন পকেট নিংড়ানোর নীতি নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। যথাসময়ে স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি ক্ষেত্রে ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম দূর করতে পারলে আজ গ্যাসকে আমদানি নির্ভর করতে হতো না। অথচ এ দায় আজ সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে। এটা অন্যায়, অযৌক্তিক, অনৈতিক।

বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরকারী কোম্পানীর উৎপাদন বৃদ্ধি ও ঐ দামে সারাদেশে সিলিন্ডার গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।

এছাড়া বিবৃতিতে পাচারের টাকা ফেরত আনা, খেলাপী ঋণ আদায় করতে উদ্যোগ না নিয়ে সরকার লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলেও অভিযোগ করা হয়।

Back to top button