আঞ্চলিক সংবাদ

থানছিতে পাড়া প্রধান সহ চারজন অপহৃত

বান্দরবানের থানছি উপজেলা থেকে পাড়া প্রধান সহ চার জন কে সন্ত্রাসীরা অপহরণ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে তুখংপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় প্রশাসন ও এলাকায় লোকজন জানিয়েছে। অপহরণকৃতরা হলেন পাড়ার প্রধান আথুই মং মার্মা (৬৫) তার স্ত্রী আপ্রুমা মার্মা (৪০) পাইছা প্রু মার্মা (৫৮) ও তার স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে পাহাড়ী থানছি বড় মদু এলাকা মিয়ানমার আরাকান আমির (এ এ) দীর্ঘ দিন থেকে এই এলাকায় পাড়ায় পাড়ায় যুবক দের কে নিয়ে সদস্য সংগ্রহ করা জন্য চিঠি প্রেরণ করেছিলেন ।
এতে পাড়ার প্রধান ও মৌজার হেডম্যানরা ও আপত্তি জানিয়ে আসার কারণে এই অপহরণ ঘটনা হতে পারে বলে আশস্কা করছেন স্থানীয় জন প্রতিনিধিরা।

থানছি

Back to top button