আঞ্চলিক সংবাদ

থানচি ফেরিওয়ালাকে হত্যার অভিযোগে আটক ২

বান্দরবানের থানচিতে এক ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে চমিপাড়ার কাছে একটি পাহাড়ি ঝিরি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেন তারা।

নিহত মোহাম্মদ আইয়ুব (৫৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের গোলাম সুবহানের ছেলে।

কয়েক বছর ধরে তিনি থানচির বিভিন্ন এলাকায় কসমেটিক সামগ্রী বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি যোবায়ের বলেন, “আইয়ুব গত ১৪ মে চমিপাড়ায় মালপত্র বিক্রি করে ফেরার পথে নিখোঁজ হন। তার ভাই আক্কাস থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযানে নেমে দুইজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

আটক চাই অং পা ম্রো (৩০) ও তাইরো ম্রোর (২৪) বাড়ি চমিপাড়ায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Back to top button