অন্যান্য

থানচিতে শীতবস্ত্র এবং শিক্ষা উপকরণ বিতরণ করে আসল ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীরা

সুলভ চাকমাঃ “থানচির পথে পথে উঞ্চতা ছড়াবো ক্রামা জনপদে” এই আহবান জানিয়ে প্রতিবছরের ন্যায় এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার এবং ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে প্রান্তিক জুম্ম গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবছর থানচির প্রান্তিক বিভিন্ন ম্রো গ্রামের প্রায় ২০০ পরিবারকে ১টি কম্বল দেওয়ার পাশাপাশি থানচিতে অবস্থিত বিভিন্ন অনাথ আশ্রমে প্রাইমারী পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ হিসেবে খাতা এবং কলম তুলে দেওয়া হয়। এবছর থানচির রুমবেত পাড়া, অম্পুঙ পাড়া, থংপং পাড়া, রেংচাক পাড়া, মাংইন পাড়া, মেনপাই পাড়া, তানদঙ পাড়া, নেবুত পাড়া-১, নেবুত পাড়া-২, মেনইয়াং পাড়া এবং রেংহিন পাড়ার প্রায় ২০০ পরিবারের জন্য ১টি করে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ জুম্মরা। থানচির বলিপাড়ায় অবস্থিত “করুণা শিশু সদন” এর প্রায় ১৩০ জন প্রাইমারি পড়ুয়া জুম্ম শিশু এবং থানচির উপজেলা সদরে অবস্থিত “মৈত্রী শিশু সদন” এর প্রাইমারি পড়ুয়া প্রায় ৭০ জন জুম্ম শিশুর জন্য ১টি করে সোয়েটার, ১টি করে ক্যাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত ২টি করে খাতা এবং ১টি করে কলম তুলে দেওয়া হয়। এছাড়াও থানচির থংপং ম্রো পাড়ায় অবস্থিত “রুংলেন থার্বা” ম্রো হোস্টেল এর প্রায় ১০০ জন শিশুর জন্য সোয়েটার, ক্যাপ, খাতা এবং কলম এবং হোস্টেল এর সংস্কার এর জন্য নগদ ২০,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মূলত ঢাবি পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের উদ্যোগে এবং ঢাকায় অবস্থানরত জুম্মদের সহযোগিতায় ২০০৭ সাল থেকে ঢাকাস্থ জুম্মদের পক্ষে প্রান্তিক বিভিন্ন জুম্ম গ্রামে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ পরিচালিত হয়ে আসছে।

Back to top button