জাতীয়

ত্রিপুরাপাড়ার শিশুদের পড়াশোনার দায়িত্ব নিলেন ডিসি

হাটহাজারীর দুর্গম এলাকার ত্রিপুরাপাড়ার পিছিয়ে থাকা শিশুদের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন। তিনি শনিবার ত্রিপুরাপাড়ার শিশুদের হাতে প্রাথমিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন। সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে দেশে প্রথমবারের মতো এ বৃত্তি চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

ত্রিপুরাপাড়ার শিশুদের জন্য স্কুলের পাশে একটি খেলার মাঠ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি খেলাধূলায় তাদের উৎসাহ দিতে অভিভাবকদের আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসেন প্রমুখ। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ আগস্ট ফরহাদাবাদ এলাকার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে চার শিশু মারা যায়। এরপর থেকে আলোচনায় আসে দুর্গম এ এলাকায় নাগরিক জীবনসহ নানা তথ্য।

Back to top button