খেলাধুলা

তামিমের অর্ধশতকঃ বাংলাদেশে ১১৫ রানের লীড, হাতে ৭ উইকেট

প্রথম ইনিংসে অর্ধশতক করা তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসের ম্যাচেও অর্ধশতক করেছে। তামিমের সাথে এই মুহুর্তে ব্যাটিং করছে মুশফিকুর রহমান।

এর আগে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে গুটিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পেল তারা।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। এর আগে ২০০৬ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৬৯ রান করেছিল তারা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলা ছয় ইনিংসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার অলআউট হল অস্ট্রেলিয়া।

১৪৪ রানে ৮ উইকেট ফেলে দিয়ে আরও বড় লিড নেওয়ার আশা জাগিয়েছিল বাংলাদেশ। শেষ ২ উইকেটে ৭৩ রান যোগ করে লিডটা ৫০-এর নিচে নামিয়ে আনে অতিথিরা।

Back to top button