ঢিলেঢালাভাবে চলছে বিএনপির হরতাল
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2020/02/hortal-bnp-1.jpg)
রাজধানীতে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা হরতাল। হরতাল উপলক্ষে রাস্তায় বিএনপি সমর্থকদের জটলা দেখা যায়নি। রাস্তায় নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অন্যান্য স্বভাবিক দিনের মতোই চলছে সবকিছু।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি সড়ক ঘুরে হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। রাস্তায় গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। বাসযাত্রীরা নিশ্চিন্তে বাসে চড়েছেন। অফিসগামী মানুষদের রাস্তায় স্বাভাবিক যাতায়াত করতে দেখা গেছে।
ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মোরশেদা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, ‘মোটেও হরতাল মনে হচ্ছে না। হরতাল হলে তো ভালোই হতো। কিন্তু, রাস্তায় যে পরিমাণ গাড়ি তাতে রাস্তা পার হওয়াই দায় হয়ে গেছে। রাস্তা পার হতে ভয় পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গতকাল নির্বাচন শেষ হলো। সব কর্মীই ক্লান্ত। কে আসবে হরতাল করতে?’
এদিকে মেঘলা ট্রান্সপোর্টের চালক আখতার বলেন, ‘কই হরতাল, সবকিছু তো ঠিকই আছে। কোম্পানির মালিক আমাদের বাস চালাতে বলেছেন, আমরা বাস নিয়ে বের হয়েছি। রাস্তায় কোনও অসুবিধা দেখছি না।’
রাসেল স্কয়ার সিগন্যালের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) ইফতেখার আহমেদ বলেন, ‘গাড়ি তো ঠিকই চলাচল করছে। হরতাল বলে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।’
উল্লেখ্য, ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।