৪ দফা দাবীতে ঢাবিতে ছাত্র ঐক্যের পদযাত্রা
চার দফা দাবিতে সমাবেশ ও গণপদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ১২ ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সন্ত্রাস বিরোধী গণপদযাত্রা করে ১২ ছাত্র সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, “যারা একসময় সন্ত্রাস করতো ক্যাম্পাসে এখন তাদের খুঁজে পাওয়া যায় না। পুলিশ প্রটোকলে, প্রক্টরের প্রটোকলে এখন তাদের ক্যাম্পাসে ঢুকতে হয়। সুতরাং এখন যারা সন্ত্রাস করছেন তারা সাবধান হয়ে যান। সারা দেশের মানুষকে ছাত্রলীগের ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাঁশেদ খান বলেন, সেদিন তাদের (ছাত্রলীগ) উদ্দেশ্য ছিল আমাদেরকে হত্যা করা।কিন্তু তারা হত্যা করতে পারেনি।তারা আমাদের ওপর হামলা চালাচ্ছে এটা নতুন না। কোটা আন্দোলন থেকে শুরু করে একের পর এক হামলা চালানো হচ্ছে। একটি হামলারও বিচার পাইনি। তাই সন্ত্রাসীরা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে।
সমাবেশে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, প্রশাসন, সরকার, ছাত্রলীগ মিলে সারা দেশে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপির ওপর হামলা হয়েছে। ডাকসুর ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়া হয়েছে। দেশের স্বার্থে কথা বলায় আমাদের ভীষণ কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সমাবেশে ডাকসুর সমাজ সেবা সম্পাদক তাদের চার দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি গুলো হলো: নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া , প্রক্টরের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও আহতদের চিকিৎসার ব্যয় প্রশাসনের বহন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ আগামীদিনে ছাত্রলীগের দখলদারিত্ব,প্রশাসনের স্বৈরাতান্ত্রিক মনোভাবের মোকাবেলা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফয়সাল মাহমুদ।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন,ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোবেল, স্বতন্ত্র জোটের শেখ তাসনিম আফরোজ ইমি, বিপ্লবী ছাত্র যুবের আতিফ অনিক, ছাত্র ফেডারেশনের গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিপ্লবি ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর প্রমুখ।
সন্ত্রাস বিরোধী গণপদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
source: dibalok.com