জাতীয়

ঢাকা সিটি নির্বাচন: ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা বিধানে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৬৫ প্লাটুন বিজিবি মাঠ পর্যায়ে কাজ করবে।

এরা ইতোমধ্যে রাজধানীতে টহল শুরু করেছেন। বাকি ১০ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে রিজার্ভ রাখা হয়েছে বলে আজ বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি সদস্যরা ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে প্রায় ৫০ হাজারের মতো আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।

১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

source: ittefaq.com.bd

Back to top button