অন্যান্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অমৃতানন্দ ভিক্ষু হত্যার প্রতিবাদ সমাবেশ

গত ২৫শে আগস্ট ২০১৯ তারিখে নিরীহ বৌদ্ধ ভিক্ষু ভদন্ত অমৃতানন্দ ভিক্ষুকে নৃশংসভাবে হত্যা করে কুমিল্লার গোমতী নদীতে ফেলে দেয়া হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৯শে আগস্ট,২০১৯ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ’ রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদী সভা ও মানবনবন্ধনের আয়োজন করে।

বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি মি: রানা বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক প্রফেসর ড: সুকোমল বড়ুয়া , বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি: নির্মল রোজারিও, এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস এর মহাসচিব মি: গৌতম অরিন্দম বড়ুয়া শেলু, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সহসভাপতি বুদ্ধানন্দ মহাথের, বদ্ধিস্ট এইড ফাউণ্ডেশনের মহাসচিব মি: দুলাল কান্তি বড়ুয়া , মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিপস্সী ভিক্ষু, চারুলতা সম্পাদক চারু উত্তম বড়ুয়া প্রমূখ। ছাত্রনেতা মি: রিন্টু বড়ুয়া , মি: শোভন বড়ুয়া , সৈকত বড়ুয়া , অনিক বড়ুয়া ,বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ধর্মবিষয়ক সম্পাদক মি: রূপায়ন কুমার বড়ুয়াসহ অনেকে উপস্থিত থেকে একাত্মতা জানিয়ে ভিক্ষু সংঘের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান।

ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, অসাম্প্রদায়িক এ বাংলাদেশে বার বার আমরা সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছি। এর কোন সুষ্ঠ বিচার হচ্ছে না। গণতান্ত্রিক দেশে কখনো কাম্য হতে পারে না। আমরা নিরীহ বৌদ্ধ ভিক্ষুরা বার বার টারগেটে পরিণত হচ্ছি। বিগত জোট সরকারের আমলে মানবতাবাদী জ্ঞানজ্যোতি ভিক্ষুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।নাইক্ষ্যাংছডিতে জঙ্গীরা গাইন্দং মহাথেরকে নৃশংস খুন করে। অনুরূপ ফেনি যাওয়ার পথে অমৃতানন্দ ভিক্ষুকে খুন করে। এ নিরীহ ভিক্ষু হত্যার সুষ্ট তদন্ত পূর্বক প্রশাসনের নিকট বিচার দাবি করছি।

Back to top button