জাতীয়

ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বেড়েছে

পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে ঢাকা ওয়াসা, যা আগামী অগাস্ট মাস থেকে কার্যকর হবে।
ঢাকা ওয়াসার এক বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির কথা জানিয়ে বলা হয়, পানির ‘উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ায়’ এই পদক্ষেপ নিতে হয়েছে।

১ অগাস্ট থেকে গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা হবে।

বাণিজ্যিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির জন্য এখন ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।

আবাসিকে গ্যাসের দাম বাড়ার পর ওয়াসা পানির দাম বাড়াল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও চলছে।

Back to top button