ঢাকায় শুরু হচ্ছে হিল আর্টিস্ট গ্রুপের চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক: ৯ ডিসেম্বর শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে হিল আর্টিস্ট গ্রুপের চিত্র প্রদর্শনী। প্রকৃতি ও জীবন-শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস। ধানমন্ডির দৃক গ্যালারীতে এই প্রদর্শনী ১৪ ডিসেম্বর বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আইপিনিউজকে জানিয়েছেন পাহাড়ের জীবন, প্রাণ বৈচিত্র্য ও প্রতিবেশকে চিত্রকলার মাধ্যমে উপস্থাপন করার প্রয়াসে হিল আর্টিস্ট গ্রুপের এই প্রদর্শনী। প্রদর্শনীতে পাহাড়ের জ্যেষ্ঠ ও নবীন শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হবে।