জাতীয়

ঢাকায় আদিবাসী ফোরামের সংবাদ সম্মেলন চলছে

আইপি নিউজ ডেস্ক ৬ আগষ্ট, ঢাকাঃ বাংলাদেশ আদিবাসী ফোরামের সংবাদ সম্মেলনের কার্যক্রম চলছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৬ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে ৬ আগষ্ট শনিবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করছেন আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ নেতৃবৃন্দ। হিল উইসেন্স ফেডারেশন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পাহাড়ী ছাত্র পরিষদ. বাগাছাস, গাসু, চানচিয়া, কাপেং ফাউন্ডেশন ও মাদলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। এইবারের আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার।

Back to top button