জাতীয়

ঢাকায় সরকারি তিতুমীর কলেজের আদিবাসী ছাত্র সংগঠন এর তৃতীয় কাউন্সিল সম্পন্ন:

আইপিনিউজ ডেক্স(ঢাকা): “আদিবাসী জাতিসমুহের ক্রান্তিকালে,সম্মুখে রবো দৃপ্ত প্রত্যয়ে, এই হোক ছাত্র সমাজের অঙ্গীকার” স্লোগানে আদিবাসী ছাত্র সংগঠন সরকারি তিতুমীর কলেজ এর তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে  অতিথি হিসেবে ছিলেন কলেজের শিক্ষক রতন সিদ্দিকী। আদিবাসী ছাত্র সংগঠন সরকারি তিতুমীর কলেজ
মনিষা ম্রং এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক থুইচিংপ্রু মারমা। এতে আরো উপস্থিত ছিলেন
সংগঠনটির উপদেষ্টা কল্যাণ মারমা।

সংগঠনটির সহ-সভাপতি জোহন দিওর সঞ্চালনায়  সাংগঠনিক বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক পিটার কুজুর (প্রান্ত)। তিনি বক্তব্যের শুরুতে সংগঠনের কার্যক্রম উপস্থাপন করেন।

অতিথির বক্তব্যে শিক্ষক, রতন সিদ্দিকী বাংলাদেশের আদিবাসীদের ইতিহাস তুলে ধরেন। সংক্ষিপ্ত বক্তব্যে সহ সভাপতি যোহন ডিও সংগঠনটির পূর্বাপর ইতিহাস তুলে ধরেন।

সাধারণ সম্পাদক থুইচিং প্রু মারমা তার বক্তব্যে বিগত কমিটির সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অভিভাবক কল্যাণ মারমা। সংগঠন কে একতার সহিত, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজে বিভিন্ন কর্মকান্ডের সাথে সংযুক্ত থাকার আহবানও জানান।

পরে থুইচিংপ্রু মারমা’কে সভাপতি এবং বিংশ দিব্রা’কে সাধারণ সম্পাদক করে তৃতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

Back to top button