ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের উপড় হামলার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ

গত ২৪ জানুয়ারি, শুক্রবার ২০২৫ বিকেল ২.৩০ টার সময় জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর আদিবাসী কবিতা এবং বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানে গানে ১৫ই জানুয়ারি আদিবাসীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ সভাপতি টনি চিরানের সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্বল আজিম, সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন চন্দ্র বানাই, গানের দল সমগীতের সদস্য বিথি ঘোষ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ প্রমুখ।
সমাবেশে গান করেন কৃষ্ণকলি, সায়ান, মাদল, বাংলা ফাইভ, এফ মাইনর, তুহিন কান্তি দাস, মরফিন ক্লাউড, দ্যা রাবুগা, ভিয়েন্টো, রেড টুইলাইট ও ব্ল্যাক বার্ডস।
কবিতা আবৃত্তি করেন মিঠুন রাকসাম, পরাগ রিছিল, সান্তুয়া ত্রিপুরা, কুর্নিকোভা চাকমা ও আদ্রিতা চাকমা।
এছাড়া প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ১৫ই জানুয়ারি হামলার ঘটনার ছবি প্রদর্শনী করা হয়।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটির সদস্য এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনী রেমা।