আঞ্চলিক সংবাদ

ট্রেন দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রীর মৃত্যু

২৮শে আগস্ট রোববার বিকাল ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্রী এবং আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য শান্তনা বশাক ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইট এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শান্তনা বসাক রাবির সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে। তিনি আদিবাসী বাড়াইক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন।
শান্তনা বশাকের অকাল মৃত্যুতে তাৎক্ষনিক শোক প্রকাশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত তির্কি সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Back to top button