আন্তর্জাতিক
ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থন দিল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেয়ার ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের ওপর ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি আরোপের পরিকল্পনাকে সমর্থন দিল দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে, অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে মার্কিন সরকার।
নতুন নিয়মে যুক্তরাষ্ট্র সীমান্তে প্রবেশের আগে তৃতীয় কোন দেশে আশ্রয়ের জন্য আবেদন করতে হবে অভিবাসন প্রত্যাশীদের। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চলমান থাকলেও সুপ্রিম কোর্টের আদেশের ফলে, আপাতত এই আইন কার্যকরে বাধা নেই।
এক টুইট বার্তায়, সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে বড় বিজয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি মধ্য আমেরিকা থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বেড়েছে। এই ঢল সামলাতেই ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ।