টেকনাফে রোহিঙ্গাদের সাথে র্যাব-১০ ও বিজিবির বন্দুকযুদ্ধে নিহত ৪
কক্সবাজারের টেকনাফ ও পেকুয়ায় পৃথক বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা কারবারি ও জলদস্যুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোরে বিজিবি ও র্যাবের সঙ্গে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফে নিহতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (১৮) ও বালুখালী ক্যাম্পের মো. ইদ্রিসের ছেলে মো. ফারুক মিয়া। তাদের গলায় রোহিঙ্গা কার্ড ছিল। অন্যদিকে পেকুয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দু’জনের নাম এখনও জানা যায়নি। তবে তারা তালিকাভুক্ত জলদস্যু বলে জানিয়েছে র্যাব।
এ সময় এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও ৮টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জেনিয়েছেন টেকনাফ-২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার ও র্যাব-৭ চট্টগ্রামের কমান্ডার মেজর মেহেদী হাসান। তারা আরও জানান, ২০১৭ সালের ২৫ আগস্টের ঘটনায় তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তখন থেকে মিয়ানমারের আসা যাওয়া করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তারা