খেলাধুলা

জয় দিয়ে শুরু ভারতের; টানা তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকার হার

যুজবেন্দ্র চাহালের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ২২৭ রানে বেধে দিয়েছিল ভারত। এরপর রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতে বিশ্বকাপ শুরু করলো তারা।

বিশ্বকাপ অভিষেকে চাহাল ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের বেশি দূর এগোতে দেননি। ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২২৮ রানের টার্গেট দেয় ভারতকে। তারপর ৪৭.৩ ওভারে ৪ উইকেটে ২৩০ রান করে তারা।

লক্ষ্যে নেমে শিখর ধাওয়ান (৮) ও বিরাট কোহলি (১৮) দলীয় ৫৪ রানে বিদায় নেন। এই ধাক্কা তারা সহজেই কাটিয়ে ওঠে রোহিতের সঙ্গে লোকেশ রাহুলের ৮৫ রানের জুটিতে।

রাহুল ২৬ রানে কাগিসো রাবাদার দ্বিতীয় শিকার হলে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৭৪ রানের জুটিতে সহজ জয়ের পথ তৈরি করেন রোহিত। ১২৮ বলে ১০ চার ও ২ ছয়ে ২৩তম সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ধোনি ৩৪ রানে আউট হওয়ার পর হার্দিক পান্ডিয়াকে নিয়ে ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান রোহিত। ১৪৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ১২২ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। ম্যাচসেরাও হন তিনি।

ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতলেও খাদের কিনারায় টানা তিন ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকা।

source: banglatribune.com

Back to top button