জয়পুরহাটে আদিবাসী হত্যার বিচারের দাবীতে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত
সূভাষ চন্দ্র হেমব্রম: জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নুরনগর (শিয়ালাপাড়া) গ্রামের আদিবাসী কৃষক মোহনলাল পাহান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ২৮ সেপ্টেম্বর ২০১৬ শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান, জয়পুরহাটে বিকাল ৩ ঘটিকায় বিশাল আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশাল আদিবাসী সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি এ্যাড.বাবুল রবিদাস।
সামাবেশর পূর্বে জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্হানে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা পঙ্কজ ভট্টাচার্য,সভাপতি, ঐক্যন্যাপ,কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা জাতীয় আদিবাসী পরিষদ,কেন্দ্রীয় কমিটির, সভাপতি, জনাব রবীন্দ্রনাথ সরেন। বক্তব্য রাখেন নওগাঁ জেলা,সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ময়নুল হক মুকুল, জাতীয় কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আমিনুল হক গোলাপ।MNMC, প্রতিনিধি,অনিক আসাদ, জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সবিন চন্দ্র মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ,কেন্দ্রীয় কমিটির, দপ্তর সম্পাদক, সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ,কেন্দ্রীয় কমিটির সভাপতি, হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদ,কেন্দ্রীয় কমিটির, সভাপতি, বিভূতী ভূষণ মাহাতো, হিল উইমেনস ফেডারেশন,সভাপতি, চঞ্চনা চাকমা, নওগাঁ জেলা,বাসদ,সমন্বয়ক,জয়নুল আবেদিন মুকুল, জয়পুরহাট জেলা,জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক কমল মিনজী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।
সমাবেশে বক্তারা বলেন সরকার দলের চিহ্নিত সন্ত্রাসীরা আক্কেলপুর উপজেলার নুর নগর শিয়ালাপাড়া গ্রামের আদিবাসী কৃষক মোহনলাল পাহানকে জবাই করে হত্যা করে। কিন্তুু প্রশাসন এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অতিদ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার না করা হলে আগামীতে আরো কঠর কর্মসূচী দেওয়া হবে।
উল্লেখ্য যে, আক্কেলপুর উপজেলার নুর নগর শিয়ালাপাড়া গ্রামে আদিবাসীদের পুকুর কতিপয় ভূমিদস্যু কর্তৃক জবর দখলকে কেন্দ্র দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে গত ১৫ আগষ্ট সন্ত্রাসীরা রাতে মোহনলাল পাহানকে ডেকে নিয়ে জবাই করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরদিন সকালে তাকে অনেক খোজাখুজি করার পর ধানক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে গত ১৭ আগষ্ট মোহনলাল পাহানের ভাতিজা শ্যামল পাহান বাদী হয়ে ৪ জন আসামীর নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।