জাতীয়

জয়পুরহাটে আদিবাসী হত্যার বিচারের দাবীতে সমাবেশ চলছে

নিজস্ব সংবাদদাতাঃ জয়পুরহাট জেলার আক্কেলপুরের শিয়ালাপাড়া গ্রামের পুকুর ও জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দের জেরে মোহনলাল পাহান নামের এক আদিবাসী হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জয়পুরহাট শহীদ ড. আবুল কাশেম ময়দানে এক বিশাল আদিবাসী সমাবেশ চলছে।
সমাবেশের আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নুরনগর (শিয়ালাপাড়া) গ্রাম পরিদর্শন করে বিশিষ্ট রাজনৈতক নেতা, আদিবাসী নেতা ও সাংবাদিকবৃন্দ।
এরপর আদিবাসী কৃষক মোহনলাল পাহান হত্যার বিচার ও ভূমিকেন্দ্রীক বিভিন্ন সমস্যা নিয়ে জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম এর সাথে মতবিনিময় করে বিশিষ্ট রাজনৈতিক নেতা, আদিবাসী নেতা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, জয়পুরহাট জেলার আক্কেলপুরের শিয়ালাপাড়া গ্রামের আদিবাসীদের সাথে ৪২ বিঘা পুকুর ও জমি নিয়ে দীর্ঘদিনের দন্দের জেরে গত ১৫/০৮/২০১৬ তারিখ দিবাগত রাতে মোহনলাল পাহানকে(৫৫)কে গলাকেটে হত্যা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা।

Back to top button