জয়পুরহাটে আদিবসীদের উপর হামলাঃ প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন
সদর উপজেলার চক ঈশ্বরপুর গ্রামে আদিবাসী গোবিন্দ পাহানের বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ, জয়পুরহাট জেলা শাখা গত ৩১ অক্টোবর, শহরের কেন্দ্রিয় মসজিদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী চলাকালে ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। জয়পুরহাট আদিবাসী পরিষদের সভাপতি এড. বাবুল রবিদাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি যোগেন পাহান,সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাধ্যক্ষ সুধীর তীর্কি আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন চ্ন্দ্র পাহান,দিলিপ পাহান সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ মহাদেব পুর থানা শাখা,জয়পুরহাট জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক কমল মিনজী,সুজিত পাহান যুগ্ন আহবায়ক আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলা থানা শাখা প্রমুখ। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার, শাস্তি ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আফজাল হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মতিন চক ঈশ্বপুর গ্রামের আদিবাসী গোবিন্দ পাহানের সঙ্গে বিবাদমান জমি নিয়ে শালিসের নামে সকাল ১০টার সময় স্থানিয় একটি মাদ্রাসায় যেতে বলা হয়। তাদের যেতে দেরী হলে ওমর আলী, মেম্বার আফজাল হোসেন ও আব্দুল মতিন সহ প্রায় শতাধিক লোকজন নিয়ে গোবিন্দ পাহানের বাড়িতে যায় এবং তাদের কাছে জমি জমার দলিল চায়। গোবিন্দ পাহান দলিলের কাগজ উকিলের কাছে আছে বলার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে মেম্বার আফজাল হোসেন ও মেম্বার আব্দুল মতিনের নেতৃত্বে ওমর আলী ও তাদের লোকজন গোবিন্দ পাহানের বাড়িতে ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে শুক্রবার রাতেই নগেন পাহানের ছেলে গোবিন্দ পাহান ১৬ জনকে আসামী করে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।