খেলাধুলা

জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ সফর ভুলতে এমন একটা জয়ই দরকার ছিল বাংলাদেশের। মাশরাফি মুর্তজা আগেই বলেছিলেন, জয় দিয়ে বছর শুরু করতে চান তারা। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে তাই দারুণ খুশি টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে মাশরাফি বললেন, ‘গত বছরের শেষ সফর আমাদের ভালো কাটেনি। আমরা দক্ষিণ আফ্রিকায় বাজে ক্রিকেট খেলেছি। সেই ব্যর্থতা ভুলে যেতে আজকের জয় জরুরি ছিল। নতুন বছর জয় দিয়ে শুরু করতে পেরে খুব ভালো লাগছে।’
টস জিতে ফিল্ডিংয়ে নেমে সাকিব আল হাসানের করা ম্যাচের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মাশরাফির মতে, ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ এটাই, ‘শুরুতে ওদের উইকেট তুলে নেওয়া জরুরি ছিল। কাজটা সাকিব ভালো মতো করতে পেরেছে। তবে শুধু সাকিব নয়, দলের সবাই দারুণ বোলিং করেছে।’

দলের ব্যাটিং নিয়েও ‘নড়াইল এক্সপ্রেস’ সন্তুষ্ট, ‘আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। এনামুল দারুণ শুরু করেছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। তামিম তো অসাধারণ ব্যাটিং করেছে। অনেকদিন পর তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছে সাকিব। সবার প্রচেষ্টায় এই জয় এসেছে। পরিকল্পনার সঠিক বাস্তবায়নই আমাদের জয় সহজ করে দিয়েছে।’

Back to top button