আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী; সূভাষ চন্দ্র হেমব্রমঃ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবিতে সংগ্রাম জোরদার করুন এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘কেন্দ্রীয় সভা ১০ জুন ২০১৬ সকাল ১১ টায়, গণকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলার সভাপতি অ্যাড. বাবুল রবিদাস, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী নেত্রী খ্রিস্টিনা বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ।
সভা থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, ১৮ জুন ২০১৬ তারিখে রাজশাহী জেলার কাঁকনহাট থেকে জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের সকল থানা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩০-৩১ অক্টোবর ২০১৬ তারিখে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় আদিবাসী পরিষদ এর উদ্যোগে মহান সাঁওতাল বিদ্রোহের ১৬১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৩ জুন ২০১৬ ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ৩০ জুন ২০১৬ জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয়ভাবে উদযাপন করবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে। এছাড়াও অন্যান্য শাখা সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র-যুব ও নারী পরিষদের নেতা-কর্মীদের পাঁচটি সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত আদিবাসী প্রতিনিধিদের সংবর্ধনা জুলাই মাসে প্রদান করা হবে। সেপ্টেম্বর মাসে নওগাঁর মহাদেবপুরে নাটশাল মাঠে কারাম উৎসব যথাযথ ও উৎসবমুখর করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত হয়।

সভা থেকে সাম্প্রতিক সময়ে আদিবাসী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, উচ্ছেদ, জবরদখল এর ঘটনায় জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন ।

Back to top button