জাতীয়

জাতীয় আদিবাসী পরিষদ ও কাপেং ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন চলছে

নিজস্ব সংবাদদাতাঃ ২৯ মে রোবাবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ ও কাপেং ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন চলছে। ‘সমতলের আদিবাসীদের উপর চলমান নির্যাতন ও ভূমি দখলের প্রতিবাদে এবং বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ও কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন রবীন্দ্রনাথ সরেন। কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ; ঐক্য ন্যাপের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক সালিম সাামাদ।

Back to top button