জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সংগ্রহ অভিযান শুরু
সূভাষ চন্দ্র হেমব্রম; রাজশাহীঃ “শক্তিশালি সংগঠনই পারে , সকল অন্যায়, অবিচার রুখতে” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৮ জুন ২০১৬ বেলা ১১ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা চত্তরে সদস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি নন্দলাল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথিন কিস্কু, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক গনেষ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মানিক সরেন, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ তির্কী, রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমিলা টুডু, সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, আদিবাসী নারী পরিষদের সভানেত্রী বাসন্তী মুর্মু, সাংগঠনিক সম্পাদক লিপি টুডু, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) হেমন্ত মাহাতো, গোদাগাড়ী পারগানা পরিষদের পারগানা রবীন্দ্রনাথ হেমব্রম প্রমূখ।
উদ্বোধনী বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, শক্তিশালী সংগঠন ছাড়া আদিবাসীদের অধিকার আদায় অসম্ভব। জাতীয় আদিবাসী পরিষদকে আরও শক্তিশালি করার লক্ষ্যে দেশব্যাপি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সদস্য সংগ্রহ অভিযানের মাধম্যে তৃণমুলের আদিবাসীদের সম্পৃক্ততা ব্যাপকহারে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আদিবাসীদের সমাজ উন্নয়নে তরুন ও যুব সমাজকে আরো সামনের দিকে এগিয়ে এসে সমাজের দায়িত্ব নিয়ে কাজ করার ও সারাদেশে আদিবাসীদের জাতীয় আদিবাসী পরিষদের সদস্য হওয়ার আহ্বান জানান ।
বক্তারা আরো বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভুমি কমিশন ও মন্ত্রনালয়ের দাবি জানান। সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, ধর্ষণ, হত্যা, ভূমি দখল, উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।